বিদায়ের শঙ্কায় কোণঠাসা ঢাকাকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স আর ঢাকা ডমিনেটর্স। মিরপুরে এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে রংপুরের।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। অর্থাৎ নাসির হোসেনের ঢাকা প্রথমে ব্যাট করবে।

৮ ম্যাচে ৫ জয় নিয়ে রংপুর আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। অন্যদিকে ১০ ম্যাচে মাত্র ৩টি জেতা ঢাকার অবস্থান পাঁচে। আজ হারলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

ঢাকা ডমিনেটর্স একাদশ
সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আহমেদ শেহজাদ, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, আরাফাত সানি, মোহর শেখ, শরিফুল ইসলাম, আমির হামজা, আবদুল্লাহ আল মামুন।

রংপুর রাইডার্স একাদশ
মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শেখ মেহেদি হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন পাটোয়ারী, রাকিবুল হাসান, মোহাম্মদ নওয়াজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, হাসান মাহমুদ।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।