টস জিতে মাশরাফির সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো সোহানের রংপুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স আর সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলায় টসভাগ্য সহায় হয়েছে রংপুরের।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। অর্থাৎ মাশরাফি বিন মর্তুজার সিলেট প্রথমে ব্যাটিং করবে।

মাশরাফির সিলেট এখন পর্যন্ত টেবিল টপার। ১০ ম্যাচের ৮টিই জিতেছে তারা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৬ জয় নিয়ে তালিকার চার নম্বরে রংপুর।

সিলেট স্ট্রাইকার্স একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, রায়ান বার্ল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, রেজাউর রহমান রাজা, রুবেল হোসেন, নাবিল সামাদ।

রংপুর রাইডার্স একাদশ
মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শেখ মেহেদি হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন পাটোয়ারী, অ্যারন জোনস, রাকিবুল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, হাসান মাহমুদ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।