সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

খুলনার বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের চিন্তা শীর্ষস্থান নিয়ে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনার মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স। খুলনার এই ম্যাচের পরও আরও একটি ম্যাচ বাকি। অন্যদিকে সিলেটের এই ম্যাচে জিততে পারলে সেরা দুটি স্থানের একটি নিশ্চিত হয়ে যাবে। সে কারণে জয় পেতে মরিয়া সিলেট।

এমন একটি ম্যাচে অবশ্য খুলনা তাদের সেরা ক্রিকেটার তামিম ইকবালকে পাচ্ছে না। শেষ দুই ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে খুলনা টাইগার্স কর্তৃপক্ষ।

এমন একটি ম্যাচে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় পেলেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

বিস্তারিত আসছে

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।