ইংল্যান্ড সিরিজে ‘টিম ডিরেক্টর’ থাকছেন না সুজন

বিপিএলের প্লে-অফ পর্বে কে কার সাথে খেলবে? কোন দুই দল আগামী ১২ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার ওয়ানে মাঠে নামবে? তা চূড়ান্ত হয়নি এখনও। তবে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের শীর্ষ দুইয়ে থাকা মানে কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত। তাদের সঙ্গী কে হবে, তা জানা যাবে আগামী পরশু। মোদ্দা কথা, বিপিএলের উত্তেজনা ও আকর্ষণ তুঙ্গে।
এদিকে আবার হাথুরু-ইস্যুতে সরগরম চারপাশ। টাইগার ক্রিকেটপ্রেমীরা চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় ইনিংসের শুরু দেখার অপেক্ষায়।
সব ঠিক থাকলে দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ হওয়া হাথুরুসিংহে আগামী ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা আসবেন। তিনি আসার পরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে শুরু হবে টাইগারদের অনুশীলন। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা।
হাথুরুর সহকারী কোচ ও ইংল্যান্ড সিরিজের টিম ডিরেক্টর নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রথমে বাংলাদেশের কেউ সহকারী কোচের দায়িত্ব পালন করবেন বলে জানালেও গতকাল মঙ্গলবার বলে দিয়েছেন, বিসিবি বিদেশি কাউকেই চায়।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মানে হাথুরুসিংহের দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ হয়ে কাজ শুরুর মিশনে টাইগারদের টিম ডিরেক্টর পদে থাকছেন না খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার পড়ন্ত বিকেলে জাগো নিউজকে তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।
বিপিএলে তার দল খুলনা টাইগার্স আশানুরূপ ফল পায়নি। অনেকটাই মনমরা সুজন। শুধু বললেন, ‘ইংল্যান্ডের সাথে সিরিজে টিম ডিরেক্টর থাকব না।’
কেন থাকবেন না? তার ব্যাখ্যা অবশ্য দেননি। অনিবার্যভাবে আসছে একটি প্রাসঙ্গিক প্রশ্ন- খালেদ মাহমুদ সুজন কি টিম ডিরেক্টর থাকতে চান না? নাকি নতুন করে দায়িত্বে ফেরা হাথুরুই চান না তাকে?
এ প্রশ্নের উত্তর খুঁজতে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে কথা বলা হলো। তিনি জাগো নিউজকে বলেন, ‘পুরো ব্যাপরটি দেখছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিই জানেন।’
তবে জালাল যোগ করেন, ‘হাথুরুর চাওয়া না চাওয়ার কিছু নেই। তার সঙ্গে এমন কোনো কথা হয়নি যে, তার সময়ে দলে কোনো টিম ডিরেক্টর থাকতে পারবেন না। এটা পুরোপুরি বোর্ডের এখতিয়ার। বিসিবি চাইলেই টিম ডিরেক্টর রাখতে পারবে। হাথুরুর চাওয়া আর না চাওয়ায় কিছু যায় আসে না। আমরা হাথুরুর মতমত নিয়ে নতুন কিছু করব না বা করছি না। আগে যেমন ছিল, তেমনই থাকবে সবকিছু।’
এআরবি/এমএমআর/জিকেএস