রেকর্ড গড়ে টুর্নামেন্টসেরা শান্ত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

নাজমুল হোসেন শান্ত যেন স্রোতের বিপরীতে সাঁতরে চলেছেন। তাকে নিয়ে চারদিকে নানা সমালোচনা, ট্রলের পর ট্রল। সেই শান্তই আরও একবার সবাইকে ভুল প্রমাণ করছেন নিজের পারফরম্যান্স দিয়ে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন। এবারের বিপিএলেও শান্ত দেখালেন ব্যাটের ঝলক। সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি এই ব্যাটার রীতিমত রানের ফোয়ারা ছুটিয়েছেন বিপিএলের নবম আসরে।

১৫ ম্যাচ খেলে ৩৯ দশমিক ৬৯ গড় আর ১১৬ দশমিক ৭৪ স্ট্রাইকরেটে ৫১৬ রান করেছেন শান্ত। ফিফটি ৪টি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৮৯ রানের।

এবারের আসরে সেরা রান সংগ্রাহক তো হয়েছেনই। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন শান্ত।

বাংলাদেশের কোনো ব্যাটার এর আগে বিপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারেননি। সব মিলিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯ বিপিএলে ৫৫৮ রান করেছিলেন তিনি। বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ঠিক তার পরেই শান্ত।

শান্ত বল হাতেও নিয়েছেন একটি উইকেট। সবমিলিয়ে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এবারের বিপিএলের টুর্নামেন্টসেরার পুরস্কারটি উঠেছে বাঁহাতি এই ব্যাটারের হাতে। তাতে ১০ লাখ টাকা ঘরে তুলেছেন শান্ত।

এমএমআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।