শান্তর পকেটে গেলো সবচেয়ে বেশি টাকা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

নাজমুল হোসেন শান্ত কেন টি-টোয়েন্টিতে? জাতীয় দলে তাকে নিয়ে এমন প্রশ্ন শোনা যায় হরহামেশাই। আসলে আন্তর্জাতিক আঙিনায় এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।

ফলে সমালোচনা আর ট্রল তার নিত্যসঙ্গী। কদিন আগে তো এক সাক্ষাৎকারে আক্ষেপভরা কণ্ঠে বলেই ফেললেন, মনে হয় যেন আমি পুরো দেশের বিরুদ্ধে খেলি।

শান্ত এতসব চাপ আর সমালোচনা মাথায় নিয়েও নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন, জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কারও। এছাড়া প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশর বেশি (৫১৬) রান করার কৃতিত্ব দেখিয়েছেন শান্ত।

ফলে শান্তর হাতে গেছে দুটি পুরস্কার। সেইসঙ্গে খেলোয়াড় হিসেবে এবারের আসরে সবচেয়ে বেশি টাকাও পকেটে পুরেছেন এই টপঅর্ডার ব্যাটার।

টুর্নামেন্টসেরার পুরস্কার হিসেবে শান্ত পেয়েছেন ১০ লাখ টাকা। এর সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আরও ৫ লাখ। ফাইনালের পরই ১৫ লাখ টাকা নিজের করে নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ব্যাটার।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।