সাকিবের ছোঁয়ায় প্রিমিয়ার লিগে প্রথম জয় পেলো মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০১ এপ্রিল ২০২৩

আগের ৫ ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ১টি পয়েন্টই ছিল অর্জন। বাকি চারটিতে গো-হারা হেরেছিলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আর আগের ম্যাচে তো মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অলআউট হয়েছিলো ৮০ রানে। জবাবে ৮.২ ওভারেই ১০ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় রূপগঞ্জ।

এমন লজ্জাজনক পরাজয়ের পর যখন চারদিকে সমালোচনার ঝড় তখন টি-টোয়েন্টি ও টেস্টের ফাঁকে একদিন পেয়েই সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রনি তালুকদারকে খেলালো মোহাডেমান।

জাতীয় দলের এই তিন ক্রিকেটারের ফেরার সঙ্গে সঙ্গেই বদলে গেলো মোহামেডান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারিয়ে এবারের লিগে তুলে নিলো প্রথম জয়।

টস জিতে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে ৭৯ রানের জুটি গড়ে তোলেন মোহামেডানের দুই ওপেনার রনি তালুকদার এবং ইমরুল কায়েস। ৪৪ বলৈ ৩২ রান করে রনি আউট হয়ে গেলেও ইমরুল কায়েস একপাশ আগলে রেখে ৮৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন।

সাকিবের ছোঁয়ায় প্রিমিয়ার লিগে প্রথম জয় পেলো মোহামেডান

শেষ দিকে এসে আরিফুল হক এবং ইংল্যান্ডের জ্যাক লিন্টট ঝড়ো ব্যাটিং করে মোহামেডানকে ২৯০ রানের পুঁজি এনে দেন। ৩১ বলে অপরাজিত ৩৯ রান করেন আরিফুল। ৪টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া জ্যাক লিন্টট ১০ বলে করেন ২৪ রান। এর আগে মিডল অর্ডারে ৪৮ রানের দারুণ কার্যকরী এক ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ- দু’জনই আউট হন ৫ রান করে। ৮ রান করে আউট হন সৌম্য সরকার। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে মোহামেডান।

জবাব দিতে নেমে সাইফ হাসান ৫৮ রান করে দারুণ সূচনা এনে দেন। যদিও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সৈকত আলী করেন ২৬ রান, ৩৬ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। তার দূর্ভাগ্য, রান আউট হয়ে যান তিনি।

এছাড়া মিডল অর্ডারে পারভেজ রসুল ৫৬ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে শেখ জামালের সম্ভাবনা তৈরি করেন। কিন্তু শেষ দিকে এসে জ্যাক লিন্টট এবং আবু জায়েদ রাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৯.২ ওভারেই ২৬৮ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে ২২ রানে জয় পায় মোহামেডান।

সাদাকালোদের হয়ে ৩টি করে উইকেট নেন আবু জায়েদ রাহী এবং জ্যাক লিন্টট। ১টি করে উইকেট নেন নাজমুল হোসেন অপু এবং মেহেদী হাসান মিরাজ। সাকিব ১০ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।