আবারও সেই ২৩ এপ্রিল, আবারও শূন্য রানে আউট কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৩

কারো কারো জীবনে কোনো কোনো সংখ্যা দুর্ভাগ্যের হয়ে থাকে, কারো জন্য হয় সৌভাগ্যের। ২৩ এপ্রিল তারিখটা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্য এক দুঃস্বপ্নের। হয়তো তিনি চাইবেন, এই তারিখটা তার জীবনে আর কখনও না আসুক।

এই ২৩ এপ্রিল তারিখটাতেই বারবার শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় ব্যাটার। আজ আবারও সেই একই ঘটনার মুখোমুখি হলেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন কোহলি। বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট।

এই আইপিএলে প্রথমবার শূন্য রানে আউট হলেন তিনি। সব মিলিয়ে আইপিএলে মোট সাতবার প্রথম বলে আউট হলেন কোহলি। গত বছর তিনবার প্রথম বলে ফিরে যান তিনি। আইপিএলে মোট দশবার (প্রথম বলসহ) শূন্য রানে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক।

রোববার ঘরের মাঠে প্রথম বলেই ফিরে যান কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকরা শুরুতেই তাজ্জব বনে যান। তারা খেলা দেখার জন্য নড়েচড়ে বসার আগেই আউট হয়ে ফিরে যান কোহলি। গোটা মাঠ চুপ করে যায় তার ফিরে যাওয়া দেখে। খারাপ শট খেলাই কোহলির আউটের পিছনে দায়ী। ট্রেন্ট বোল্ট শুরু করেছিলেন বোলিং। প্রথম বলে আড়াআড়ি শট খেলতে যান কোহলি।

কিন্তু বোল্টের দ্রুতগতির বলের লাইন মিস্ করেন তিনি। বল লাগে তার প্যাডে। কোহলি নিজে এতটাই হতাশ ছিলেন যে রিভিউও নেননি। বোল্ট আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। উচ্ছ্বাসও শুরু করে দিয়েছিলেন আগেই।

এই নিয়ে তিন বার ২৩ এপ্রিল প্রথম বলে আউট হলেন কোহলি। প্রথমবার খেলা ছিল কেকেআরের বিরুদ্ধে ইডেনে। কোহলির দল ৪৯ রানে অলআউট হয়ে যায়। গত বছর ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম বলে আউট হয়েছিলেন। আর এবার রাজস্থানের বিরুদ্ধে।

গতবার হায়দরাবাদের বিরুদ্ধে দু’টি ম্যাচেই প্রথম বলে আউট হয়েছিলেন কোহলি। প্রথম বার মার্কো জানসেনের বলে। দ্বিতীয় বার জগদীশ সুচিতের বলে। এ ছাড়াও লখনৌ ম্যাচে দুষ্মন্ত চামিরার বলে আউট হয়েছিলেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।