চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই টেস্টের এক নম্বরে ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগেই ভারতীদের মন ভালো করার এক খবর দিলো আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির টেস্ট র্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠে এলো রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভারত। ১৫ মাস পর অস্ট্রেলিয়াকে সিংহাসন থেকে সরিয়ে দিলো ভারত।
এর আগে ১২২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ছিলো ভারত। নতুন যে র্যাংকিং দেওয়া হলো তাতে ২০২০ সালের মে মাসের পর থেকে হওয়া সিরিজের হিসাব করা হয়েছে।
সে ২০২১-২২ মৌসুমে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে অস্ট্রেলিয়ার জয়ের কোনও পয়েন্ট তারা আর পাচ্ছে না। সেই কারণে তাদের পয়েন্ট কমে হয়েছে ১১৬। অন্যদিকে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২১।
New World No.1
— ICC (@ICC) May 2, 2023
India dethrone Australia in the annual update of the @MRFWorldwide ICC Men's Test Rankings ahead of the #WTC23 Final
নতুন র্যাংকিংয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১৪। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৪। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১০০। ৮৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান, সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৪, আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের পয়েন্ট ৭৬। ৪৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ৩২।
আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয়বারের জন্য ফাইনাল খেলছে। আগেরবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তারা। সেই ধাক্কা ভুলে এবার জিততে মরিয়া রোহিত, কোহলিরা। অন্যদিকে এবারই প্রথম ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবেন প্যাট কামিন্সরাও।
আইএইচএস/