ভারতকে পেছনে ফেলে তিনে বাংলাদেশ
এশিয়ার সেরা দল এখন বাংলাদেশ! ওয়ানডেতে সাম্প্রতিক ফর্মের বিচারে এমন কথা বলাই যায়। আইসিসি ওয়ানডে সুপার লিগে ভারতকে চারে ঠেলে দিয়ে তিন নম্বরে উঠে এসেছে তামিম ইকবালের দল।
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রানের বিশল লক্ষ্য তাড়া করে জিতেছে টাইগার বাহিনী।
এই জয়ে ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এর আগে ১৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে ছিলো তামিম ইকবালের দল। আইরিশদের হারিয়ে এখন তাদের পয়েন্ট ১৪৫।
১৩৯ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ভারত। ১৩০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই পাঁচ নম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অস্ট্রেলিয়া ছয়, আফগানিস্তান সাত, দক্ষিণ আফ্রিকা আট, ওয়েস্ট ইন্ডিজ নয় আর শ্রীলঙ্কা আছে দশ নম্বরে।
আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানটি দখলে নিউজিল্যান্ডের। ১৭৫ পয়েন্ট নিয়ে তারা আছে এক নম্বরে। ১৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। তার ঠিক পরেই বাংলাদেশের অবস্থান।
ওয়ানডে সুপার লিগের সেরা আট দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়ে গেছে। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর আট নম্বর জায়গাটি নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। মানে আট দলের সবাই নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে।
আটের বাইরে চলে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলকে খেলতে হবে বাছাইপর্ব।
এমএমআর/জিকেএস