র্যাংকিংয়ে কোহলি-রোহিতকে পেছনে ফেললেন আইরিশ তারকা টেক্টর
বাংলাদেশ সফর, শ্রীলঙ্কা সফরের পর ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। এবার আইসিসি র্যাংকিংয়েও স্বীকৃতি মিলেছে তার সেই অসাধারণ ব্যাটিংয়ের। শুধু তাই নয়, হ্যারি টেক্টর পেছনে ফেলে দিয়েছেন ভারতের বিখ্যাত দুই ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও।
বুধবার প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের এই তরুণ ব্যাটার সেরা দশে উঠে এসে ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশের বিপক্ষেই মূলত অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। যে কারণে র্যাংকিংয়ে এতবড় একটি লাফ দিতে পারলেন।
চেমসফোর্ডে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৪০ রান করেন টেক্টর। ২৩ বছর বয়সী এই ব্যাটার ২০৬ রান করে সিরিজে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার।
দুর্দান্ত এই ব্যাটিংয়ের ফলে টেক্টর ৭২ রেটিং পয়েন্ট অর্জন করেন এবং সেরা ১০-এ চলে আসেন। ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন রয়েছেন আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের সপ্তম স্থানে। ৮৮৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
Harry Tector has achieved the highest rating by an Ireland batter in the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings for Batting
— ICC (@ICC) May 17, 2023
Details https://t.co/9xdbhCIxdK pic.twitter.com/uifF9a0aau
দক্ষিণ আফ্রিকান রাশি ফন ডার ডুসেন ৭৭৭ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের ফাখর জামান ও ইমাম-উল হক। পঞ্চম স্থানে রয়েছেন ভারতের শুভমান গিল। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং সপ্তম স্থানে রয়েছেন হ্যারি টেক্টর।
আইসিসি র্যাংকিং ইতিহাসে আয়ারল্যান্ডের এই ব্যাটার এখনো পর্যন্ত সেরা জায়গায় অবস্থান করছেন। এর আগে আইরিশ খেলোয়াড় হিসেবে আইসিসি র্যাংকিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন পল স্টার্লিং। তিনি ২০২১ সালের জুনে ৬৯৭ রেটিং পয়েন্ট অর্জন করেন। চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে ২১*, ১৪০ এবং ৪৫ রান করেন তিনি।
টেক্টর উঠে আসায় পেছনে পড়ে গেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং ভারতের রোহিত শর্মা। সেরা ১০-এ তারা রয়েছেন পরের তিনটি স্থানে। ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন কোহলি। ৭১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে কুইন্টন ডি কক এবং ৭০৭ পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন দশম স্থানে।
আগামী জুন-জুলাইতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিলে টেক্টর তার র্যাংকিং আরও উন্নত করার সুযোগ পাবেন। তরুণ এই ব্যাটারের ওপর আস্থা প্রকাশ করেছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। তিনি মনে করেন, ‘আইরিশ ক্রিকেটের গ্রেটদের একজন হওয়ার মতো সব গুণ টেক্টরের আছে। সে আমাদের জন্য যত বেশি রান করবে, আমরা তত ভালো জায়গায় যেতে পারবো।’
আইএইচএস/