ওয়ানডে সিরিজে জোর লড়াইয়ের আশা আফগান অধিনায়কের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৩ জুলাই ২০২৩

তাদের কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সুখ ও দুঃখ মেলানো এক ভেন্যু। এ মাঠে আনন্দ ও কষ্ট দুই-ই আছে হাসমতউল্লাহ শহীদি, রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানদের।

৪ বছর আগে ২০১৯ সালে, এই সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে ২২৪ রানের বিরাট জয় পেয়েছিল আফগানরা। আবার এই মাঠেই বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজ হারের রেকর্ডও আছে।

এই ভেন্যুতে ভালো ও মন্দ দুইরকম পূর্ব অভিজ্ঞতাই আছে। কী ভাবছেন আফগানরা? অধিনায়ক হাসমতউল্লাহ শহীদিও মানছেন তা। তাই মুখে এমন কথা, ‘হ্যাঁ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমাদের ভালো ও মন্দ দু'রকম অভিজ্ঞতাই আছে। এই মাঠে আমাদের টেস্ট জয় আছে। আবার সেটাই আমাদের ওয়ানডে সিরিজ হারেরও ভেন্যু।’

তবে এসব অতীত নিয়ে সেভাবে মাথা ঘামাতে চান না হাসমতউল্লাহ শহীদি। তার কথা, ‘সেগুলো এখন অতীত। আমরা ওই মাঠে এখন নতুন আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবো। আমরা খেলবো নতুন লক্ষ্য ও পরিকল্পনায়। আমরা এ সিরিজের জন্য নিজেদেরকে ভালভাবে তৈরি করেছি এবং প্রথম খেলায় নিজেদের সেরাটা উপহার দিতে প্রানপণ চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

তবে সে কাজটা তেমন সহজ হবে না, তা খুব ভালো জানেন আফগান ক্যাপ্টেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো খেলে। আমরাও গত দুই বছর ওয়ানডেতে বেশ ভালো খেলছি। সুপার লিগে আমাদের পারফরম্যান্সও ভালো। ওয়ানডে সিরিজটি তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।