সাকিব কানাডায়, তাসকিন-মুশফিক গেলেন আফ্রিকায়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৯ জুলাই ২০২৩

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাবেন সাকিব আল হাসান, আর জিম্বাবুয়েতে জিমআফ্রো টি-টোয়েন্টি লিগ খেলতে যাবেন তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম। তিনজনই একইসঙ্গে বিমানবন্দরে আসলেন, উঠলেন একই ফ্লাইটে।

এমিরেটস এয়ারলাইন্সে করে গতকাল দিবাগত রাত পৌনে ২টায় ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটার।

তবে, একই ফ্লাইটে করে গেলেও দুবাই গিয়ে পথ আলাদা হয়ে যাওয়ার কথা তিনজনের। দুবাই থেকে সাকিব আল হাসান উঠবেন কানাডার বিমানে এবং তাসকিন-মুশফিক ওঠার কথা জিম্বাবুয়ের বিমানে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য মঙ্গলবার সন্ধ্যায়ই বিমানে ওঠেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটন দাস। রাতে গেলেন সাকিব আল হাসান।

আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের অভিষেক আসর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। তাসকিন খেলবেন বুলাওয়ায়ো ব্রেভসে, মুশফিকের দল জোবার্গ বাফেলোস। অন্য দলগুলো হলো- হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, ও কেপ টাউন স্যাম্প আর্মি।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন দাস। সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে এই দলে আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।