২২ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ মিলছে জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৫ আগস্ট ২০২৩

সবশেষ জিম্বাবুয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল সেই ২০০৩ সালে। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। অবশেষে জিম্বাবুয়ের জন্য এলো সুখবর। দীর্ঘ ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ মিলছে তাদের।

২০২৫ সালের মে মাসে একটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেই টেস্টটি আবার পাঁচদিনের নয়, চারদিনের।

জিম্বাবুয়ের অবশ্য ইংল্যান্ডের সঙ্গে কোনো ফরম্যাটেই দ্বিপাক্ষীয় সিরিজ খেলা হয়ে উঠেনি ২০০৪ সালের পর। রাজনৈতিক টানাপোড়েনসহ বিভিন্ন জটিলতায় দুই বোর্ডের মধ্যে সম্পর্কেও শীতলতা চলে এসেছিল।

২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নিরাপত্তার অজুহাতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ইংল্যান্ড। সরকারি নির্দেশনায় ২০০৫ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাখে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে। যার ফলে আবারও মাঠে গড়াচ্ছে দুই দলের সিরিজ। ২০২৫ সালের ২৮ থেকে ৩১ মে পর্যন্ত চলবে চারদিনের টেস্ট ম্যাচটি।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।