তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৪ আগস্ট ২০২৩

এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাবেন আর দুদিন পরই। তার আগেই দারুণ এক সুসংবাদ পেলেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ তাজিম। তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার ভোর রাতেই কন্যাসন্তান জন্মের খবর জানিয়েছেন তাসকিন নিজে। সেখানে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তিনি। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। সেটা ছিল তার প্রথম কন্যাসন্তান। এবার তার ঘর আলো করে এলো তৃতীয় সন্তান এবং কন্যাসন্তান হিসেবে দ্বিতীয়।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।