দেড় দিনের বৃষ্টিতে উইকেটে কোনো পরিবর্তন এসেছে কি?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

টানা বর্ষণে পিচ মোটা প্লাস্টিক কভারে ঢাকা ছিল। বৃষ্টিতে প্রায় দেড় দিন ধুয়েমুছে গেছে। খেলা হয়নি। এ দীর্ঘ সময় কভারে ঢাকা পিচ রোদ আর বাতাস পায়নি একদমই। এতে করে উইকেটের আচরণ ও গতিপ্রকৃতির কোনো পরিবর্তন এসেছে কি? প্রথম দিন শেরে বাংলার পিচ যতটা স্পিনারদের পক্ষে ছিল, এখনো কি তা আছে?

আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে এ প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা অফস্পিনার নাঈম হাসান। নাঈমের সোজাসাপ্টা কথা, ‘না, বোলিংয়ে সমস্যা হচ্ছে না। তবে প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল।’

এ উইকেটে বাংলাদেশের লক্ষ্য কী? বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কী করতে চায়? কতদূর যেতে চায়? নাঈম বললেন, ‘আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে হবে। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করবো তত ভালো হবে।’

এই উইকেটে ফিলিপস যেভাবে ব্যাটিং করলেন, সেটাই সেরা উপায় কিনা? বাংলাদেশের কেউ অমন ব্যাটিং করার মতো আছে কি? এমন প্রশ্ন করা হলে নাঈম বলেন, ‘দেখেন, একেকজনের খেলার ধরন একেকরকম। অনেকে লম্বা ব্যাটিং করে কষ্ট করে রান করে, অনেকে আবার মেরে খেলে। একেকজনের গেম প্ল্যান ভিন্ন। ও আজকে হয়তো সফল হয়েছে কিন্তু কালকেও হবে, এমন কোনো কথা নেই। কাল অন্যরকমও হতে পারে।’

উইকেটে কেমন পরিবর্তন দেখছেন? জানতে চাইলে নাঈমের ব্যাখ্যা, ‘উইকেট এখন পর্যন্ত ভালো দেখছি, ব্যাটিংয়ের জন্যও। ভালো ব্যাটিং করলে ভালো! চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে।’

এই উইকেট ব্যাটারদের জন্য কতটা কঠিন? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে নাঈম শুরুতেই বলে ওঠেন, ‘উইকেট যাই হোক, কোনো অজুহাত দেওয়া যাবে না। এখন যদি আমাকে ফ্ল্যাট উইকেটে খেলতে বলা হয়, তাহলে কি আমি বলব যে বোলিং করব না? ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক ভালো টোটাল করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে। আর বোলারদের টার্গেট ম্যাচ জেতার জন্য আমাদের যা যা করা দরকার, সবই করতে রাজি।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।