বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪

ভারতে গত বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিলো জমজমাট ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। প্রায় দুই মাস ভারতের ১০টি শহরে অনুষ্ঠিত হয়েছিলো ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই আসরটি। ১৯ নভেম্বর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম পাঠকদের জন্য আয়োজন করেছিলো কুইজ প্রতিযোগিতার। প্রতিদিন ছিল দারুণ সব প্রশ্নমালা সম্বলিত এই কুইজ প্রতিযোগিতা।

বিপুল ক্রিকেটপ্রেমীর অংশগ্রহণে জমজামট হয়েছিলো জাগোনিউজ-নভোএয়ার কুইজ প্রতিযোগিতাটি। বিজয়ীও অনেক বেশি। তবে বিশ্বকাপ শেষে লটারির মাধ্যমে ভাগ্যবান তিনজন বিজয়ীকে বেছে নিতে বাধ্য হয়েছে জাগোনিউজ। কারণ, পুরস্কার দেয়া হবে মাত্র তিনজনকে।

সেই তিন সৌভাগ্যবান বিজয়ী হলেন- ১. মোহাম্মদ রেদওয়ানুল হক লিমন, নাটোর, ২. মনিরুল ইসলাম, টাঙ্গাইল এবং ৩. প্রীতি লতা সরকার, মানিকগঞ্জ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।