রংপুর-চ্যালেঞ্জের মুখে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫

চলতি বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল রংপুর রাইডার্স। ৮ ম্যাচের ৮টিতেই জিতে প্লে-অফও নিশ্চিত করে ফেলেছে দেশের উত্তরাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। আজ বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে টেবিলটপাররা।

খুব স্বাভাবিকভাবে রংপুরকে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছে রাজশাহী। চলতি এটিই দুদলের প্রথম দেখা। রংপুরের সঙ্গে এমন সময় মুখোমুখি হলো রাজশাহী, যখন বিপিএলে অস্তিত্ব টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই তাদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসভাগ্যও সহায় হয়নি রাজশাহীর। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। অর্থাৎ আগে ব্যাটিং করবে তাসকিন আহমেদের রাজশাহী।

বর্তমানে ৯ ম্যাচে ৩ জয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে রাজশাহী। ৮ ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষে রংপুর।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।