মঙ্গলবার ট্রফি উন্মোচন

৩০ জানুয়ারি শুরু প্রথম বিভাগ ক্রিকেট লিগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

যে গঠণতন্ত্র সংশোধন নিয়ে ঢাকার ক্লাবগুলোর রাজ্যের আপত্তি, বিসিবির সর্বশেষ সভায় সে গঠণতন্ত্র সংশোধন কমিটি বাতিল এবং সংশোধিত গঠণতন্ত্র বাতিলের সিদ্ধান্ত হওয়ার পরিপ্রেক্ষিতেই আন্দোলনরত ঢাকার ক্লাবগুলোর অবস্থান বদল হয়েছে।

গতকালই মিলেছিল পূর্বাভাষ, আন্দোলন ও আল্টিমেটাম থেকে সরে এসে প্রথম বিভাগ লিগ শুরুর পরিকল্পনা করছে ঢাকার ক্লাবগুলো। সে লক্ষ্যে আজ সোমবার দুপুরে ক্লাব কর্তাদের বৈঠকে বসার কথাও ছিল।

যথারীতি ক্লাবগুলোর বৈঠক হয়েছে এবং তারা প্রথম বিভাগ লিগ খেলতে রাজি হয়েছে। ক্লাবগুলোর সাথে বৈঠক শেষে আজ সোমবার সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দীন জানালেন, ‘আগামী ৩০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ।’

সিসিডিএম প্রধান সালাউদ্দীন আরও জানালেন, আগামীকাল ২৮ জানুয়ারি প্রথম বিভাগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। আর বৃহস্পতিবার শুরু হবে প্রথম বিভাগ।

প্রসঙ্গতঃ গত ২০ জানুয়ারি থেকে শুরুর কথা ছিল ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের। অবশেষে ১০ দিন পিছিয়ে লিগটি আলোর মুখ দেখতে যাচ্ছে।

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।