আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন আফগান তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ২০২৪ সালে ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফর্ম করে সম্মানসূচক এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

গেল বছর আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আজমতউল্লাহ। তার ওপরে ছিলেন কেবল উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া বল হাতেও আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আজমতউল্লাহ। এই ক্যাটাগরিতে তার আগে ছিলেন স্পিনার আল্লাহ গজনফার।

বর্ষসেরার পুরস্কার জিতে আজমতউল্লাহ বলেন, ‘আমি খুব গর্বিত যে, একটি স্মরণীয় বছর শেষে আমাকে পুরুষদের ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে মনোনীত করা হয়েছে। এটি এমন একটি সম্মান, যা আমি ব্যক্তিগতভাবে এবং প্রতিভাবান আফগানিস্তান দলের অংশ হিসেবে অত্যন্ত মূল্যবান মনে করি। সমর্থন ও প্রার্থনার জন্য সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ এবং ভক্তদের ধন্যবাদ জানাই। তাদের জন্যই আমি এই পুরস্কারটি জিততে পেরেছি।’

২০২৪ সালে মোট ১৪টি ওয়ানডে খেলে ব্যাট হাতে ৪১৭ রান (গড় ৫২.১২) ও বল হাতে ১৭ উইকেট শিকার করেন আজমতউল্লাহ। এছাড়া আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানকে সিরিজ জেতাতে অসামান্য অবদান রেখেছেন তিনি।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।