তানজিদের ৭ ছক্কার ইনিংসের পরও

ঢাকাকে ১২৩ রানেই আটকে দিয়ে প্লে-অফের সুবাস পাচ্ছে খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের। কিন্তু খুলনা টাইগার্সের জন্য এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজ জিতলেই প্লে-অফে নাম লেখাবে মেহেদী হাসান মিরাজের দল। হারলে বাদ।

এমন এক ম্যাচে অবশ্য সহজ লক্ষ্যই পেয়েছে খুলনা। ঢাকাকে ৯ উইকেটে ১২৩ রানেই আটকে দিয়েছে তারা। অর্থাৎ জিততে হলে খুলনাকে করতে হবে ১২৪।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। লিটন দাসকে নিয়ে উড়ন্ত সূচনা করেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু তামিমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। লিটন ১০ বলে ১০, হাবিবুর রহমান সোহান ৮ বলে ৩, ফারমানুল্লাহ ২০ বলে ৭ করেই সাজঘরে ফেরেন।

২৮ বলে ফিফটি করা তানজিদ তামিমেরও ধৈর্য্যর বাধ ভাঙে। ৩৭ বলে ১ চার আর ৭ ছক্কায় ৫৮ রান করে আউট হন বাঁহাতি এই ওপেনার। শেষদিকে সাব্বির রহমান ১৭ বলে ২০ আর মেহেদী হাসান রানা ১১ বলে ১৩ করলেও ঢাকার পুঁজি বড় হয়নি।

হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। ১০ রানে ২ উইকেট নেন উইলিয়াম বসিস্তু।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।