বাফুফের বল পার্টনার মলটেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৯ মে ২০২৫

জাপানি ক্রীড়া সামগ্রী উৎপাদন প্রতিষ্ঠান মলটেনের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাফুফে। এ চুক্তির অধীনে মলটেন প্রতি বছর ৪ হাজার বল বাংলাদেশকে দেবে। এর মধ্যে ২ হাজার বল বাফুফেকে কিনতে হবে এবং দুই হাজার বিনামূল্যে।

তিন বছরের চুক্তিতে মলটেনের কাছ থেকে ১২ হাজার বল পাবে বাফুফে। এর মধ্যে ৬ হাজার কিনতে হবে। সেখানেও মূল্যছাড় পাওয়া যাবে। সোমবার চুক্তি অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘মলটেনের সাথে চুক্তি করায় প্রতি বছর আমাদের ৫০ লাখ টাকা সাশ্রয় হবে। তিন বছরে আমাদের সাশ্রয়ের পরিমাণ হবে দেড় কোটি টাকা। এই টাকা বাফুফে অন্য খাতে ব্যয় করতে পারবে।’

তৃণমূল থেকে শীর্ষ লিগ এবং জাতীয় দলের জন্যও চাইলে এই বল বাফুফে ব্যবহার করতে পারবে। ফাহাদ করিম বলেন, ‘আরও কয়েকটি কোম্পানিও বাফুফের বল পার্টনার হতে আগ্রহ দেখিয়েছিল। তবে বাফুফে এই প্রতিষ্ঠান থেকে বেশি সুযোগ-সুবিধা পাবে বলে তাদের সাথে চুক্তি করা হয়েছে।’

চার হাজার বলে বাফুফের এক বছরের চাহিদা পূরণ না হলে কি হবে? ফাহাদ করিম জানিয়েছেন, ‘বাফুফে থেকে চার হাজার বলের চাহিদার কথাই বলা হয়েছিল। তারপরও এর বাইরে বল কিনতে হলে আমরা তখন বিবেচনা করবো। আমরা যেখানে সুবিধা পাবো সেখান থেকেই কিনবো।'

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।