ভিনিসিয়ুসের আশা

‘সেরা কোচ’ আনচেলত্তির অধীনে ব্রাজিল দ্রুতই উন্নতি করবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৬ জুন ২০২৫

রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে। শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি ইতালিয়ান এই কোচের। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

তবে এক ম্যাচ দেখেই তো কোচের সাফল্য-ব্যর্থতার আলোচনা করা যায় না। ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানালেন। সেইসঙ্গে শোনালেন আশার বাণী, আনচেলত্তির অধীনে দ্রুতই উন্নতি করবে ব্রাজিল।

রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে অনেক সাফল্য আছে ভিনিসিয়ুসের। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আনচেলত্তিকে তার জীবনের সেরা কোচ আখ্যা দিয়ে বলেন, ‘আমি খুব খুশি যে আনচেলত্তি এসেছেন, কারণ তিনি আমার জীবনের সেরা কোচ।’

ভিনি যোগ করেন, ‘তাকে এখানে পাওয়া...এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমরা একসঙ্গে কাজ করার জন্য এখনও তেমন সময় পাইনি, কারণ আমাদের হাতে মাত্র তিন দিন অনুশীলনের সময় ছিল। কিন্তু আমরা উন্নতি করব। আমাদের একসঙ্গে থাকতে হবে, কারণ বিশ্বকাপ খুব কাছেই এবং আমাদের লক্ষ্য হলো বাছাইপর্ব ভালোভাবে শেষ করে বিশ্বকাপের জন্য ভালো অবস্থায় পৌঁছানো।’

এই ফলাফলে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের বাছাইপর্বের তালিকায় ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, যা দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে দুই পয়েন্ট কম। বাকি আছে আর তিনটি ম্যাচ। এই অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর সপ্তম স্থানে থাকা দল প্লে-অফে সুযোগ পাবে।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ মঙ্গলবার সাও পাওলোতে প্যারাগুয়ের বিপক্ষে, আর ইকুয়েডর একই দিনে লিমায় খেলবে পেরুর বিপক্ষে।

এদিকে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো, যিনি আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছেন এবং ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, তিনিও ৬৫ বছর বয়সী এই কোচের প্রশংসা করেছেন।

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা ৩৩ বছর বয়সী কাসেমিরো বলেন, ‘আবার এই জার্সি পরতে পেরে আমি খুব খুশি। আমরা এই ম্যাচ জিততে চেয়েছিলাম। কিন্তু ইকুয়েডর এমন একটি দল যারা অনেক দিন ধরে একসাথে খেলছে [কোচ সেবাস্তিয়ান বেকাসেসের অধীনে] এবং খুব ভালো খেলছে। আমরা রক্ষণে শক্ত ছিলাম এবং ওদের বেশি সুযোগ দিইনি। আমরা জানি ব্রাজিলকে আরও ভালো খেলতে হবে, তবে আমরা সঠিক পথে আছি।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।