ভাই হারানোর শোক নিয়েও লড়াই

ভালো খেলতে না পারায় ক্ষমা চাইলেন মিতুল মারমা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১১ জুন ২০২৫

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হজম করা দুই গোলের জন্য গোলরক্ষক মিতুল মারমার কিছুটা দুর্বলতা দেখছেন কেউ কেউ। প্রথম গোলে পোস্ট থেকে বেশি বেরিয়ে এসেছিলেন, দ্বিতীয় গোলে তিনি যে ফিস্ট করেছিলেন তার যথাযথ হয়নি। এ ম্যাচে মিতুলকে কিছুটা নার্ভাসও দেখা গেছে।

ভুটান ম্যাচের দুদিন পর (৬ জুন) মারা যান মিতুলের বড় ভাই। সেই শোক নিয়েই তিনি নেমেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। অনেকেই মনে করছেন, শোকাহত একজন ফুটবলারকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ না খেলালেই পারতেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ম্যাচের পর সবাই যখন মিতুল মারমার ভুল নিয়ে কথা বলছিলেন, তখন এই গোলরক্ষক নিজেই ফেসবুকে স্ট্যাটাসে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন। পাঠকদের জন্য মিতুলের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-

‘আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলি আমার ওপর বিরাট প্রভাব ফেলেছে। আমাকে এমন কিছু জিনিসের মুখোমুখি হতে হয়েছে, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। কয়েকদিন আগে যখন আমার বড় ভাই মারা গেছেন, তখন আমি সত্যিই কষ্ট পেয়েছি। ভাইকে হারানোর শোক সত্ত্বেও আমি সেরাটা দেওয়ার দিকে মনোনিবেশ করেছিলাম। আমি দলকে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সত্যিই আমি দুঃখিত এবং ক্ষমা চাইছি। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। ভুলের জন্য আমাকে ক্ষমা করুন এবং বিশ্বাস রাখুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন রাকিব হোসেন।

আরআই/এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।