ইংল্যান্ডের বিপক্ষে চ্যারিটি ম্যাচে চার গোল আর্জেন্টিনার তেভেজের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ এএম, ১৬ জুন ২০২৫

চ্যারিটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছে ওয়ার্ল্ড এইড একাদশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়ার্ল্ড একাদশের হয়ে খেলতে নেমে হয়ে একাই চারটি গোল করেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।

এই ম্যাচ থেকে ইউনিসেফ (জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল) এর জন্য সংগ্রহ করা হয় ১.৫ কোটি পাউন্ড, যা শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

প্রথমে ইংল্যান্ড ৩-০ গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এবং প্লেয়ার-ম্যানেজার ওয়েইন রুনি সকার এইড ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল করেন। পরবর্তীতে টোনি ডাগান ও জারমেইন ডিফো গোল করেন।

এরপর পেনাল্টি এরিয়ার ভেতর থেকে বল পেয়ে কাছ থেকে গোল করেন তেভেজ। ম্যাচে নিজের প্রথম গোল করে এইড একাদশের ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার।

এরপর ৪১ বছর বয়সী তেভেজ দৌড়ে ইংল্যান্ডের ডিফেন্স ভেদ করে দ্বিতীয় গোলটি করেন। এতে ব্যবধান নেমে আসে ৩-২ এ।

এরপর আবারও গোল করে ব্যবধান ৪-২ করে ফেলে ইংল্যান্ড। ৬৮ মিনিটে ওয়ার্ল্ড এইড একাদশ একটি ফ্রি-কিক পায় এবং তেভেজ সেই ফ্রি-কিক থেকে সরাসরি গোল করে পূর্ণ করেন তার হ্যাটট্রিক। ব্যবধান নেমে ৪-৩ এ।

৭২ মিনিটে পেনাল্টি বক্সে ড্রিবল করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তেভেজ এবং ওয়ার্ল্ড একাদশকে ৪-৪ সমতায় ফেরান। শেষ পর্যন্ত জু (Zuu) নামক খেলোয়াড় ওয়ার্ল্ড একাদশের পঞ্চম গোলটি করেন এবং দলটিকে জয় এনে দেন।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।