ফিফা ক্লাব বিশ্বকাপ

জাপানি ক্লাবকে বিদায় করে প্রথম হাসি লাওতারোর ইন্টার মিলানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২২ জুন ২০২৫

শেষ মুহূর্তের গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইন্টার মিলান। স্টপেজ টাইমে ভ্যালেন্টিন কারবোনির জয়সূচক গোলে উরওয়া রেড ডায়মন্ডসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এতে জাপানি ক্লাব উরওয়ার গ্রুপ পর্ব অতিক্রমের সম্ভাবনা শেষ হয়ে গেছে। অন্যদিকে নকআউট পর্বে ওঠার সম্ভাবনার রেখা উজ্জ্বল হয়েছে লাওতারো মার্টিনেজদের ইন্টারের।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে হতাশাজনক ১-১ ড্র করেছিল ইন্টার।

গতকাল শনিবার রাতে বলের অধিকাংশ সময় দখলে রেখেছিল ইন্টার মিলান। কিন্তু শুরুতেই (১১ মিনিটে) গোল হজম করে ইতালিয়ান ক্লাবটি। উরওয়ার হয়ে গোল করেন রাওমা ওয়াতানাবে।

সমতায় ফিরতে ইন্টারকে অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। অবশেষে লাওতারো মার্টিনেজ গোল করে ইন্টারকে সমতায় ফেরান। নিকোলো বারেল্লার কর্নার থেকে চমৎকার বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এরপর ৯২ মিনিটে কারবোনি ইন্টারের জয়সূচক গোল করেন। অ্যাসিস্ট করেন আরেক বদলি খেলোয়াড় ফ্রানচেস্কো এসপোসিতো।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-ই তে শীর্ষে রয়েছে ইন্টার মিলান। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে গ্রুপের তলানিতে উরওয়া।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।