ক্লাব বিশ্বকাপ

দাপুটে জয়ে শেষ ষোলোর পথে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৩ জুন ২০২৫

তুর্কি তরুণ সেনানী কেনান ইয়িলদিজের জোড়া গোল আর একটি আত্মঘাতী গোল আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে দারুণ এক জয় পেল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাঙ্কাকে ৪-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপে গ্রুপ জি-তে শীর্ষে উঠেছে ইগর তুদেরের দল।

এ জয় শেষে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে। শেষ ম্যাচে সিটি জয় পেলে জুভেন্টাসকে সঙ্গে নিয়েই শেষ ষোলো নিশ্চিত করবে।

খেলার ষষ্ঠ মিনিটেই উইদাদের ডিফেন্ডার আবদেলমোনাইম বুতুইলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কেফরেন থুরামের পাস থেকে ইয়িলদিজের শট বিপজ্জনকভাবে গোলমুখে যায়, যা প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দেয়।

১৬ মিনিটে দুর্দান্ত এক গোল করেন ২০ বছর বয়সী ইয়িলদিজ। বক্সের প্রান্ত থেকে তার বুলেটগতির শট উইদাদের গোলরক্ষক বেনাবিদকে একটুও নড়তে দেয়নি।

২৫ মিনিটে জুভেন্টাসের ডিফেন্সের ভুলে একটি গোল শোধ করে উইদাদ। নর্ডিন আমরাবাতের পাস থেকে থেমবিনকোসি লোর্চ লব শটে পরাস্ত করেন গোলরক্ষক ডি গ্রেগোরিওকে। গোল উদযাপনে মরক্কান সমর্থকরা জ্বালিয়ে দেন লাল-কালো রঙের ফ্লেয়ার, যার ধোঁয়ায় কয়েক মিনিট বন্ধ থাকে ম্যাচ।

দ্বিতীয়ার্ধে তেউন কুপমেইনার্স বদলি হিসেবে নামার পর আরও সংগঠিত হয় জুভেন্টাস। ৫৫ মিনিটে আন্দ্রেয়া কামবিয়াসোর শট পোস্টে লেগে ফিরে আসে।

৬৯ মিনিটে র‍্যান্ডাল কোলো মুয়ানির পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষকে কাটিয়ে ৩-১ ব্যবধান করেন ইয়িলদিজ। ঠান্ডা মাথায় শেষ টাচটা ছিল চোখে লাগার মতো।

ইনজুরি টাইমে পেনাল্টি পায় জুভেন্টাস। ডুসান ভ্লাহোভিচ গোল করেন স্পটকিক থেকে, তাকে ফাউল করেছিলেন উইদাদের ডিফেন্ডার গুইলহেরম ফেরেইরা।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।