ম্যাক্সিকান ক্লাবকে হারিয়ে কোয়ার্টারে রিয়ালের সামনে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০২ জুলাই ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ম্যাক্সিকান ক্লাব মন্তেরেকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বরুশিয়া র্ড্টমুন্ড। শেষ আটে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। এর আগে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে ওঠে রিয়াল।

বাংলাদেশ সময় আজ বুধবার সকালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বরুশিয়া।

ম্যাচের বয়স যখন মাত্র ১৪ মিনিট, তখনি প্রথম লিড পায় বরুশিয়া। করিম আদিয়েমির অ্যাসিস্টে বুন্দেসলিগার ক্লাবটির হয়ে গোল করেন সারহাউ গুইরেসি।

এর ১০ মিনিটের পরই ব্যবধান দ্বিগুণ করে বরুশিয়া। এবারও গোল করেন গুইরেসি। অ্যাসিস্টও সেই আদিয়েমির। গিনির স্ট্রাইকারের গোলে ২৪ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে মন্তেরে। কিন্তু সেই সম্ভাবনাকে আর বাস্তবে রূপ দিতে পারেনি ম্যাক্সিকান ক্লাবটি। ৪৮ মিনিটে জার্মান বারটারেমের সেই গোলটি মন্তেরে সান্ত্বনা পুরস্কার হিসেবেই থেকে যায়।

অর্থাৎ ২-১ গোলে জিতে শেষ আটে জায়গা করে নেয় বরুশিয়া, টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মন্তেরে।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।