নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৭ জুলাই ২০২৫

রোববার দিবাগত রাত ৩টার পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা নারী ফুটবল দলকে হাতিরঝিলে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে কোনো পুরস্কার ঘোষণা করেননি বাফুফে সভাপতি। তিনি শুধু ফুটবল দলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তবে সবার আগে মেয়েদের সাফল্যের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের খেলাধুলার অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

গত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর সাবিনা-ঋতুপর্ণাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। ৯ মাস চলে গেলেও বাফুফে সেই পুরস্কারের টাকা দিতে পারেনি।

এমনকি নারী ফুটবলারদের বেশ কয়েকটি ম্যাচ ফিও বাকি। যদিও সরকার ও বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের পুরস্কার দিয়েছে। আর বাফুফে আটকে আছে ঘোষণার মধ্যেই।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।