বাংলাদেশ-ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধ অন্য মাঠে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৫ জুলাই ২০২৫

বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ এতটাই খারাপ হয়েছে যে, বাংলাদেশ ও ভুটানের ম্যাচের দ্বিতীয়ার্ধ সেখানে আয়োজন করা সম্ভব নয়। বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে বাকি সময়ের খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যা পৌনে ৭ টায় শেষ ৪৫ মিনিটের খেলা শুরুর কথা রয়েছে।

মঙ্গলবার নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা তিন জয়ের লক্ষ্যে বিকেলে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশের মেয়েরা। বেশ কয়েকবারের বৃষ্টিতে মাঠ ছিল ভেজা ও কর্দমাক্ত। ওই অবস্থায়ই নির্ধারিত সময়ে খেলা শুরু হয় এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বাংলাদেশ ও ভুটানের মেয়েরা প্রথমার্ধের খেলা শেষ করে।

বিরতি পর্যন্ত রেফারি খেলা চালালেও দ্বিতীয়ার্ধে খেলা শুরু করতে পারছিলেন না। মাঠ পরিদর্শন করে তারা ৩০ মিনিট বিলম্বের সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরও মাঠ খেলার উপযুক্ত করা সম্ভব না হওয়ায় অন্য মাঠে খেলা স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরতি পর্যন্ত বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে। পঞ্চম মিনিটে শান্তি মারদি গোলমুখে জটলা থেকে সুযোগ কাজিয়ে লাগিয়ে দলকে এগিয়ে দেন। ওই এক গোলে লিড নিয়েই মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তাতে মাঠে পানি জমেছে। মাঠ হয়ে পড়ে কর্দমাক্ত। প্রথমার্ধে দুই দলই একাধিকবার আক্রমণে উঠেছে। তবে প্রতিপক্ষের বক্সে গিয়েই ভারসাম্য হারাতে হয়েছে তাদের। ঠিকঠাক শটই নিতে পারছিলেন না।

‎‎নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় আজকের ম্যাচে নেই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মৎ সাগরিকা। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকেও শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। তার বদলে সুরমা জান্নাত অধিনায়কত্ব করছিলেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।