সাগরিকার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সোমবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের গোল করেন সাগরিকা।
৭ মিনিটে পূজা দাসের পাস থেকে বল পেয়ে স্বপ্না বাড়িয়ে দেন সামনে। সেই বল ধরে ঢুকে পড়েন সাগরিকা। তারপর কোনাকুনি শটে গোল করেন।
এর দুই মিনিট আগেই অবশ্য গোল পেতে পারতেন সাগরিকা। স্বপ্নার কর্নার থেকে তার ব্ল্যাকহেড গোললাইন থেকে ক্লিয়ার করেন নেপালের ডিফেন্ডার আনিশা রাই।
১৯ মিনিটে গোলরক্ষক মিলির দারুণ সেভে বেঁচে যায় বাংলাদেশ। কর্নারের কাছ থেকে থ্রোয়ে প্রথমে গোলে শট নেন নেপালের পূর্ণিমা রাই। এই ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরে আসে বক্সের মধ্যেই। সেখান থেকে দ্বিতীয় প্রচেষ্টায় গোলে হেড নেন সুকরিয়া মিয়া। দারুণ ক্ষিপ্রতায় লাফিয়ে সেই বল ধরে ফেলেন মিলি। ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া হয় নেপালের।
পরের মিনিটে আবার নেপালকে রক্ষা করেন আনিশা রাই। মুনকির শটে গড়িয়ে গড়িয়ে গোললাইন অতিক্রমের আগে ক্লিয়ার করেন আনিশা।
বাংলাদেশ একাদশ
মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার (অধিনায়ক), নবিরন খাতুন, জয়নাব বিবি রিতা, স্বপ্না রানী, ঐশি খাতুন, সাগরিকা, উমেহলা মারমা, মুনকির আক্তার, পূজা দাস, শান্তি মার্ডি।
আরআই/এমএমআর/এমএস