চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৯ জুলাই ২০২৫

নারী এশিয়ান কাপের সবচেয়ে সফল দেশ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু হবে বাংলাদেশের। ১ মার্চ অস্ট্রেলিয়ার পার্থে স্বাগতিক দেশটির বিপক্ষে ফিলিপাইনের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর।

বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। এএফসি নারী এশিয়ান কাপের (afc women asian cup) ‘বি’ গ্রুপে আফঈদাদের সঙ্গী উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ ৯ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে সিডনিতে। দ্বিতীয় ম্যাচ ৬ মার্চ সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে। উত্তর কোরিয়া এশিয়ান কাপে তিনবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। পার্থে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

বাংলাদেশ নারী ফুটবল দলের সূচি

৩ মার্চ: ১ম ম্যাচ, প্রতিপক্ষ চীন

৬ মার্চ: ২য় ম্যাচ. প্রতিপক্ষ উত্তর কোরিয়া

৯ মার্চ: ৩য় ম্যাচ, প্রতিপক্ষ উজবেকিস্তান

এশিয়ান কাপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপের প্রতি দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এ পর্বের খেলা শেষে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। তিন গ্রুপ থেকে এভাবে ৬টি দল যাবে শেষ আটে।

বাকি দুই দল আসবে প্রত্যেক গ্রুপের তৃতীয়স্থানে থাকা দলগুলোর মধ্যকার আরও একটি রাউন্ড রবিন পদ্ধতির লড়াইয়ের মাধ্যমে, যেখানে তিন দলের লড়াই শেষে শীর্ষ দুই দল যোগ দেবে কোয়ার্টারে আগেই জায়গা নিশ্চিত করা ৬ দলের সঙ্গে। কোয়ার্টার ফাইনালের আট দলই খেলবে পরের নারী বিশ্বকাপে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।