প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২৫

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়েছেন। ১৫ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন, যেখানে তার বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোও খেলেন।

রোনালদো জুনিয়রকে ২২ সদস্যের দলে রাখা হয়েছে তুরস্কে অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপ টুর্নামেন্টের জন্য। এই যুব টুর্নামেন্টে পর্তুগাল মুখোমুখি হবে তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

এর আগে চলতি বছরের মে মাসে রোনালদো জুনিয়রকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকা হয়েছিল। ধাপে ধাপে তার এই অগ্রগতি ভবিষ্যতে বাবার সঙ্গে একই মাঠে খেলার সম্ভাবনাকে আরও জোরদার করছে।

রোনালদো জুনিয়র ইতিপূর্বে ইতালির জুভেন্টাস এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে খেলেছেন। যেখানে তার বাবা পূর্বে পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন।

উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০০১ সালে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ২২৩টি ম্যাচে ১৪৩ গোল করেছেন, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।