চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নাপোলির সবচেয়ে বড় হারের লজ্জা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২২ অক্টোবর ২০২৫

নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেনে রীতিমত লজ্জায় ডুবালো ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিকে। গুনে গুনে তাদের জালে ৬ গোল দিয়েছে পিএসভি। কেভিন ডি ব্রুইনার নাপোলি হেরেছে ৬-২ গোলে।

নাপোলির চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় এটি। আগের বিব্রতকর রেকর্ডটা ছিল ২০১১ সালে ম্যানচেস্টার সিটি ও ২০২০ সালে বার্সেলোনার বিপক্ষে। দুই দলের কাছেই নাপোলি হেরেছিল ৪-১ গোলে।

অথচ পিএসভি আইন্দহফেনের মাঠে ম্যাকটমিনের গোলে নাপোলিই এগিয়ে গিয়েছিল। তবে তারা সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বুয়োনগিয়র্নোর আত্মঘাতী গোলে। ৩৮ মিনিটে ২-১ করেন ইসমাইল সাইবারি। এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসভি।

৫৪ আর ৮০ মিনিটে জোড়া গোল করেন ডেনিস ম্যান। তার আগেই অবশ্য দশজনের দলে পরিণত হয় নাপোলি। ৭৬ মিনিটে ফাউল করে লালকার্ড দেখেন লরেঞ্জো লুকা।

ম্যাচের শেষদিকে আরও তিন গোল হয়েছে। ৮৫ মিনিটে ৪-২ করেছিলেন নাপোলির ম্যাকটমিনো, নিজের দ্বিতীয় গোলে। কিন্তু ৮৬ ও ৮৯ মিনিটে আরও দুই গোল করেন পিএসভির রিচার্ডো পেপি এবং কৌহাইব দ্রিয়েশ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।