আর্সেনালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

ইউরোপা লিগে বরিসভের বিপক্ষে গোল উৎসব করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। শুক্রবার ঘরের মাঠে বেলারুশের ক্লাব বাতে বরিসভকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

নিজেদের মাঠ এমিরেটসে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে আর্সেনাল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১১ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। কোণাকুণি জোড়াল শটে বল জালে জড়ান ম্যাথিউ ডেবুচি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিও ওয়ালকট। আর বিরতি ঠিক আগে উইলশেয়ার গোল করে স্বাগতিকদের বড় জয়ের দিকে এগিয়ে দেন।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্সেনাল। ৫১ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন পলিয়াকভ। ফলে ৪-০ তে এগিয়ে যায় স্বাগতিক শিবির।

আর ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে অলিভার জিরুড ও ৭৪ মিনিটে মোহাম্মদ এলেনি গোল করলে আনন্দে নেচে ওঠে পুরো এমিরেটস। শেষ পর্যন্ত লজ্জার হারেই এমিরেটস ছেড়েছে বাতে বরিসভ। এ জয়ে ৬ ম্যাচ ১৩ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে এখন ওয়েঙ্গারের শিষ্যরা।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।