সাবিনা-মৌসুমীদের পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২০ নভেম্বর ২০১৮

দীর্ঘ মেয়াদি স্পন্সর পেলো নারী ফুটবল দল। ঢাকা ব্যাংক ৬ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। ব্যাংকটি নারী ফুটবলের সবগুলো বয়সভিত্তিক ও জাতীয় দলের জন্য পৃষ্ঠপোষকতা করবে। মঙ্গলবার বাফুফে ভবনে দুই পক্ষের চুক্তি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান, পরিচালক আলতাফ হোসেন সরকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও নারী ফুটবল দলের সদস্যরা।

লম্বা সময়ের জন্য পৃষ্ঠপোষক পাওয়ায় আগামী জানুয়ারি থেকে মেয়েদের প্রতিমাসে বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি বলেছেন, ‘জানুয়ারি থেকে ৪৫ মেয়েকে প্রতি মাসে বেতন দেয়া হবে। তাদের লেখা-পড়ার জন্য বর্তমানে ৩ বিষয়ে শিক্ষক আছেন। এখন আমরা আরো বাড়াতে পারবো। ঢাকা ব্যাংক যে টাকা আমাদের দিচ্ছে তা মূলতঃ ব্যয় হবে মেয়েদের বেতন, শিক্ষা, পোষাক ও খাদ্যে।’

মেয়েদের প্রতিমাসে কত টাকা করে বেতন দেয়া হবে এবং ঢাকা ব্যাংক ৬ বছরে কত টাকা দেবে তা প্রকাশ করেনি বাফুফে। বাফুফে সভাপতি শুধু বলেছেন, ‘মেয়েদের বিভিন্ন ক্যাটাগোরিতে বেতন দেয়া হবে। এই মেয়েদের মধ্যে থেকে কেউ হয়তো বাদ পড়বে আবার নতুন ঢুকবে।’

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান বলেছেন, ‘নারী ফুটবলাররা দেশের জন্য গৌরব বয়ে আনছে। আগামীতে আরো বড় জায়গা থেকে সম্মান বয়ে আনবে। ঢাকা ব্যাংক ফুটবলের সঙ্গে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’

জাতীয় দলের সহকারী অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী ঢাকা ব্যাংক ও বাফুফেকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য ঢাকা ব্যাংক পৃষ্ঠপোষকতা করছে। আমরা চেষ্টা করবো তাদের প্রত্যাশা পূরণ করতে।’

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।