৬৯ দিন পর খেলতে নামছে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ এএম, ১৭ মে ২০২০

ফুটবল
বুন্দেসলিগা
কোলন-মেইঞ্জ
সন্ধ্যা ৭.৩০ মিনিট
সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২

ইউনিয়ন বার্লিন-বায়ার্ন মিউনিখ
রাত ১০.০০টা
সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় স্থগিত থাকার পর বুন্দেসলিগার মধ্য দিয়ে পুনরায় চালু হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খেলা। শনিবার হয়েছে ছয়টি ম্যাচ। আজ (রোববার) রয়েছে দুইটি ম্যাচ।

ঠিক ৬৯ দিন পর আজ মাঠে নামছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গত ৮ মার্চ শেষ ম্যাচ খেলেছিল তারা। করোনাভাইরাসের এরপর আর মাঠে নামতে পারেননি ম্যানুয়েল নয়ার, থমাস মুলাররা।

শনিবারের ম্যাচগুলোতে শালকেকে ৪-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ড, অগসবার্গকে ২-১ গোলে উলফবার্গ, হফেনহেইমকে ৩-০ গোলে হার্থা, ফ্রাংকফুটকে ৩-১ গোলে হারিয়েছে মনশেনগ্ল্যাডব্যাক। এছাড়া ড্র হয়েছে ডুসেলডলফ-প্যাডারবর্ন ও লেইপজিগ-ফ্রেইবার্গের মধ্যকার ম্যাচ।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।