সোমবারকে ‘মহা গুরুত্বপূর্ণ’ দিন বলছেন জেমি ডে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৯ আগস্ট ২০২০

ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের ৩ জন কমিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। বাকি ৩৩ জনের ২ জন-জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী এখনও ঢাকায় ফেরার দিনক্ষণ নিশ্চিত করতে পারেননি। কোচ জেমি ডে’র হাতে যে ৩১ জন ছিলেন, তার মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ। একজনের জ্বর।

এ অবস্থায় সোমবার দিনটি গুরুত্বপূর্ণ জাতীয় দলের ক্যাম্পের জন্য। আগের করা পরীক্ষার ফল সঠিক কিনা তা নিশ্চিত হতে সোমবার সবাইকে দুই প্রতিষ্ঠানে আবার করোনা পরীক্ষা করানো হবে। কারণ, ৩০ জনের করোনা পরীক্ষা করে ১৮ জন পজিটিভ, এতে বিস্মিত অনেকে। যে কারণে দুই প্রতিষ্ঠানে পরীক্ষা করে ফলাফল মিলিয়ে তারপর ব্যবস্থা নেবে বাফুফে।

দুই জায়গার পরীক্ষার ফল যাদের পজিটিভ হবে, তাদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করবে বাফুফে। দুই জায়গায় নেগেটিভ হলে তাদের মাঠে নামিয়ে দেবে অনুশীলন করতে। আর দুই প্রতিষ্ঠানের ফলাফল দুই রকম হলে তাদের আবার পরীক্ষা করানো হবে দুই তিন দিন পর।

সোমবারের দিকে এখন তাকিয়ে সবাই। বিশেষ করে কোচ জেমি ডে। রোববার বিকেলে লন্ডন থেকে তিনি জাগো নিউজকে বলছিলেন, ‘সোমবার দিনটা মহা গুরুত্বপূর্ণ। তবে আমার বিশ্বাস স্বস্তির খবরই পাবো। আমি মনে করি না যে, ১৮ জনই আবার পজিটিভ হবে।’

নেগেটিভ-পজিটিভের এই ভজঘটের মধ্যে কোচ কি বিকল্প খেলোয়াড়ের কথা ভেবে রাখছেন? আপাতত সেটা ভাবতে চান না কোচ, ‘আমাকে অপেক্ষা করতেই হবে। কারণ আমি সেরা খেলোয়াড়দেরই ডেকেছি। এখন যদি আমি নতুন ১৮ জনকে ডাকি এবং তাদেরও করোনা পজিটিভ হয়, তাহলে একই সংকট থাকবে। তাই সেরাদের তৈরি করার জন্যই আমাকে অপেক্ষা করতে হবে।’

বাফুফে থেকে জানানো হয়েছে ৩১ আগস্ট জামাল ভূঁইয়ার আসার সম্ভাব্য তারিখ। তবে কোচ নিশ্চিত নন কবে অধিনায়ক যোগ দিতে পারবেন ক্যাম্পে। তিনি বলেন, ‘জামালের আসাটা নির্ভর করছে ডেনমার্ক থেকে অন্য দেশে ভ্রমণের বিধিনিষেধ শিথিলের ওপর।’

জামালের জন্য কতদিন অপেক্ষা করতে পারবেন কোচ? জেমি অন্তত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান, ‘জামালকে তৈরি করার জন্য আমার দরকার হবে এক মাস। কারণ সে ফিট খেলোয়াড়, নিজের থেকে সবকিছু করে। আশা করছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পৌঁছতে পারবে সে।’

ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জামালের ক্যাম্পে যোগ দেয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি তাতে ১ সেপ্টেম্বর থেকে ডেনমার্কে সরকার তাদের নাগরিকদের অন্য দেশে ভ্রমণের কড়াকড়ি শিথিল করবে। ফ্লাইট চালু হলেই জামাল চলে আসবে।’

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।