আশরাফুল রানার জায়গায় লিটন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৮ মে ২০২১

ইনজুরির কারণে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার পরিবর্তে জেমি ডে ক্যাম্পে ডেকেছেন রাসেল মাহমুদ লিটনকে। ২৬ বছর বয়সী লিটন প্রিমিয়ার লিগে খেলছেন রহমতগঞ্জের হয়ে। এর আগে তিনি খেলেছেন চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল, মোহামেডান ও মুক্তিযোদ্ধায়।

প্রিমিয়ার লিগে ইনজুরড হওয়া গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা জেমি ডে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার ক্যাম্প ছেড়েছেন। রাসেল মাহমুদ লিটন ইতিমধ্যে ক্যাম্পে যোগও দিয়েছেন।

ক্যাম্প ছাড়ার খবর জানিয়ে রানা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘ইনজুরির কারনে কোচ ও ডাক্তারের পরামর্শে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করছি। ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার যাওয়া হচ্ছে না। দলের প্রতি শুভ কামনা থাকল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’

আরআই/আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।