শিরোপা উদযাপনে ইতালিতে নিহত ১, গুরুতর আহত অনেক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৩ জুলাই ২০২১

রোববার রাতে পর্দা নামল মাসব্যাপী চলা জমজমাট ইউরো কাপের। লন্ডনের ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের দ্বিতীয় ইউরো শিরোপা জিতেছে ইতালি।

স্বাভাবিকভাবেই শিরোপা জেতার পর উদ্দাম উদযাপনে মেতেছে ইতালিবাসী। কিন্তু সেই উদযাপনের মাত্রা এতোই বেশি হয়েছে যে, তা শেষ পর্যন্ত গড়িয়েছে হতাহতের ঘটনায়।

খেলাধুলাভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন তাদের প্রতিবেদনে জানাচ্ছে, শিরোপা উদযাপন করতে গিয়ে ইতালিতে ১ জন নিহত হয়েছেন। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

পুলিশ জানিয়েছে রাজধানী মিলানে শিরোপা উদযাপনে অংশ নিতে যাওয়ার পথে সিসিলির ক্যাল্টাগিরোনে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২ বছর বয়সী এক যুবক।

এছাড়া মিলানে অন্তত ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনের হাতেই আতশবাজি ফুটে হাতের তিনটি আঙুল উড়ে গিয়েছে।

ফগিয়ার দক্ষিণে উদযাপনরত সমর্থকদের ওপর ফাঁকা গুলি ছুড়েছেন অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত। তবে তার গুলি কারও গায়ে লাগেনি। পুলিশ সেটি টের পেলে মোটরবাইকে করে পালিয়ে যায় সেই দুর্বৃত্ত।

এদিকে গাড়ি দুর্ঘটনায় নিহত সেই যুবকের ৬ বছর বয়সী ভাতিজিও গুরুতর আহতে হয়েছেন। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, সেই ছোট্ট শিশুটির অবস্থাও এখন আশঙ্কাজনক।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।