কোচিংয়ের দীক্ষা নিলেন জামাল-মামুনুল-রানারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একদম নতুন উদ্যোগ, ব্যতিক্রমও। কেবল সাবেক ফুটবলাররাই কোচিং শিখবেন তা নয়; কোচিংয়ের দীক্ষা নেবেন খেলা চালিয়ে যাওয়া ফুটবলারারও। এই নতুন কর্মসূচি বাফুফে শুরু করেছে এএফসির সম্পৃক্ততায়। বৃহস্পতিবার বাফুফে ভবনে উদ্বোধন হয়েছে এএফসি এলিট প্লেয়ার এলিট কোচ প্রোগ্রাম। যা চলবে ডিসেম্বর পর্যন্ত।

এই কোর্চের লক্ষ্য জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা যাতে ভবিষ্যতে ফুটবল কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ততা রাখেন পারেন। বাফুফের প্রথম এই কাের্সে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ও সাবেক দশ ফুটবলার। এই কোর্সে অংশ নেওয়ার প্রধান শর্ত জাতীয় দলে অন্তত একটি ম্যাচ খেলা।

এই কোচিং কোর্সের উদ্বোধনী দিনে অংশ নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, আশরাফুল ইসলাম রানা, মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সাল, তৌহিদুল আলম সবুজ, সাহেদুল আলম, ফয়সাল মাহবুব ও দিদারুল হক। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জাহিদ পারভেজ ও নাসিরুদ্দিন চৌধুরী।

এই কোর্স সম্পন্ন করতে পারলে পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হওয়ার সুযোগ থাকছে এসব ফুটবলারের সামনে। সেই সঙ্গে মাঠের খেলায়ও সাহায্য করবে বলে মনে করেন বসুন্ধরা কিংসের ফুটবলার তৌহিদুল আলম সবুজ, 'এই কোর্স আমাদের জন্য কাজে দিবে। মাঠের খেলায় তো সাহায্য করবেই পাশাপাশি খেলা ছাড়ার পরে কোনো ক্লাবে কোচিং করাতে পারব। প্রথম দিন বেশ ভালো লেগেছে। যদিও অধিকাংশ সময় অনলাইনে হবে।'

বিশ্বের অনেক খেলোয়াড়ই কোচিংয়ের এই কোর্স করে রাখছেন। তাদের সঙ্গে তাল মেলাতে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, 'বিশ্বের অনেক খেলোয়াড়ই এই কোর্স করছেন। ওদের সঙ্গে তাল মেলাতে চাই। আমার একটা ব্যবসা আছে। এছাড়া ভবিষ্যতের বিকল্প হিসেবে এই কোর্স করে রাখছি।'

আরআই/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।