চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২২
ছবি- সংগৃহীত

রোনালদোকে শেষবারে কবে এভাব কাঁদতে দেখেছে বিশ্ব! কবে এভাবে তিনি নত মস্তিষ্কে বিদায় নিয়েছিলেন! সবকিছুর যেন হতাশায় পরিপূর্ণ করে রোনালদোর বিদায় মঞ্চ প্রস্তুত করে রেখেছিলে মরক্কো।

বিশ্বকাপে অনেক আশা নিয়ে এসেছিলেন রোনালদো। ভেবেছিলেন হয়তো এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন। দলটাও ছিল দারুণ সব প্রতিভাবান ফুটবলারে পরিপূর্ণ। কিন্তু পারলেন না তিনি। পারলো না পর্তুগালও। নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসে চোখের জলে বিদায় নিলেন রোনালদো।

মোট ৫টি বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছে রোনালদোর। যেখানে ২২টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন এই স্ট্রাইকার। কিন্তু পর্তুগালের হয়ে যে আসল কাজ- সেটিই তিনি করতে পারলেন না। তাকে ঘিরেই স্বপ্ন বুনেছিল পর্তুগিজরা। কিন্তু সবকিছুই যেন মিইয়ে গেলো। আবার কি রোনালদো ফিরবেন বিশ্বকাপে? ২০২৬ বিশ্বকাপে বয়সটা হবে ৪১। এই বয়সে কোনো ফুটবলারই বিশ্বকাপে খেলবেন না। কিন্তু রোনালদো যদি চান তাহলে সবই সম্ভব।

আরআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।