বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে আর্জেন্টাইন রেফারিকে দুষলেন পেপে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

৩৯ বছর বয়সেও বিশ্বকাপে এসেছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দারুণ কিছু করতে। কিন্তু পারলেন না। রক্ষণভাগের পর্তুগিজ কান্ডারি পেপে পুরো ম্যাচে দাপিয়ে খেললেও গোলের দেখাটাই পেল না তিনি ও তার দল। তবে ম্যাচে কিছু সিদ্ধান্ত পর্তুগালের বিপক্ষেও গেছে। তাই ম্যাচ হেরে আর্জেন্টাইন রেফারিকে দুষলেন পেপে।

খেলা শেষ হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেপে বলেন, ‘গতকালের মেসির অভিযোগের পর, এটা একদমই অগ্রহণযোগ্য যে আর্জেন্টাইন রেফারি বারবারই আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছে। সম্ভবত তিনি চাচ্ছিলেনই আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দিতে।’

নিজের দলের বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে বিশ্বাস নিয়ে পেপে বলেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে কিছুই খেলতে পারিনি। একমাত্র আমরাই যা কিছু করার চেষ্টা করেছি। আমাদের দলের সেই খেলোয়াড় আছে বিশ্বকাপ জয়ের মতো। কিন্তু আমরা পারিনি।’

আরআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।