বায়ার্নের সামনে আজ পিএসজি, খেলতে পারবেন তো মেসি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

২০২৩ সালের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। দল পুরোটা ইনজুরি জর্জরিত। কিলিয়ান এমবাপে ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরে মাঠে নেই। কয়েকদিন আগে ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসিও। যে কারণে শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। সবচেয়ে বড় কথা একের পর এক ম্যাচ হারতেছে প্যারিসের দলটি।

এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আজ মাঠে নামছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ কিন্তু যেনতেন কোনো দল নয়। বরং, বেশ শক্তিশালী। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ এখনও একবারও জিততে পারেনি প্যারিসের দলটি। গত বছরের ফলের পূনরাবৃত্তি হয় কি না সে শঙ্কায় পিএসজি। কারণ, গতবারও তাদেরকে বিদায় নিতে হয়েছিলো শেষ ষোলো থেকে।

বাজে ফর্ম আর ইনজুরি, আজ নিজেদের মাঠে প্রথম লেগে পিএসজি ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের মুখোমুখি হচ্ছে অস্বস্তি নিয়ে। লিগে সর্বশেষ আট ম্যাচে তাদের জয় মাত্র চারটি। বাদ পড়েছে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে।

তাই অস্বস্তিটা ফুটে উঠল কোচ ক্রিস্তোফে গ্যালতিয়েরের কণ্ঠে, ‘বায়ার্নের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমি উদ্বিগ্ন। চিন্তিত না হলেই বরং সেটা বিশেষ কিছু হতো। মোনাকোর বিপক্ষে আমাদের জয়ের মানসিকতাই ছিল না (সর্বশেষ ম্যাচে ৩-১ গোলে হার)। এমবাপ্পে খেলতে পারবে বলে আমার মনে হয় না। ওকে নিয়ে ঝুঁকি নেব না।’

পিএসজি-বায়ার্নের উত্তেজক ম্যাচটি ছাড়াও আজ এসি মিলান মুখোমুখি হবে টটেনহামের। ২০১৩-১৪ মৌসুমের পর এবারই প্রথম নক আউটে খেলছে মিলান। এবারের লিগেও নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে ১৮ পয়েন্টে।

পিএসজি এবং বায়ার্ন মিউনিখ ও এসি মিলান এবং টনেটনহ্যাম হট স্পারের ম্যাচ দুটি শুরু হকে আজ বাংলাদেশ সময় রাত ২টায়।

বিশ্বকাপের পর লিগে খেলা আট ম্যাচে পিএসজি হেরেছে লেন্স, রেঁনে ও মোনাকোর কাছে। বিদায় নিয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। চোটের জন্য দলে নেই কিলিয়ান এমবাপ্পে, সেই ধাক্কাটা সামলে আজ বায়ার্নের বিপক্ষে বড় পরীক্ষা তাদের।

মেসি খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা ছিল। তবে এর মধ্যে পিএসজির সমর্থকদের জন্য স্বস্তির খবর হচ্ছে, চোট পাওয়া মেসির ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া। গত দুইদিন অনুশীলন করেছেন কিলিয়ান এমবাপ্পেও। গতকাল তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে। এটা প্যারিস।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।