চ্যাম্পিয়ন বরিশালের সবাই পাচ্ছেন আইফোন-১৬

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলে সময় এখন ফরচুন বরিশালের। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়নি বরিশাল। বিপিএল ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই শিরোপা জেতায় বরিশাল ফ্র্যাঞ্চাইজি যারপরণাই খুশি।

বরিশালের ফ্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টে থাকা সবাইকে আইফোন-১৬ উপহার দিচ্ছেন দলটির মালিক। তবে আনুষ্ঠানিকভাবে কোনো আসেনি।

এমনিতেও চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বড় অংকের আর্থিক পুরস্কার পাচ্ছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছেন তামিম ইকবালরা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। তাদের আগে এমন কীর্তি আছে কেবল ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।