তায়কোয়ানদোতে রানা-যুগের অবসান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ গত ২৭ ও ২৮ মার্চ আরচারি, উশু ও বক্সিং ফেডারেশনের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। লম্বা বিরতি দিয়ে বুধবার আরো দুইটি ফেডারেশন গঠন করা হয়েছে। এই দুই ফেডারেশন হলো ব্যাডমিন্টন ও তায়কোয়ানদো।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই দুই ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি করা হয়েছে সালাউদ্দিন আলমগীর ও সাধারণ সম্পাদক রাসেল কবীর সুমন।

তায়কোয়ানদোর নতুন কমিটি ঘোষণা করায় অবসান হলো মাহমুদুল ইসলাম রানা যুগের। দীর্ঘদিন ধরে তার অধীনেই পরিচালিত হয়ে আসছিল দেশের তায়কোয়ানদো। এই ফেডারেশনের নতুন সভাপতি মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ এবং সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. এরশাদুল হক।

এ নিয়ে ২৮ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হলো। ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোয় বিদ্যমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন হচ্ছে।

দেশে ৫৫টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আছে। এর মধ্যে নির্বাচন হয়েছে বাফুফেতে। ক্রিকেট বোর্ডে সভাপতি ও কয়েকজন পরিচালক পরিবর্তন করা হয়েছে। বাকি ৫৩ ফেডারেশনের মধ্যে এখনো কমিটি গঠন বাকি ২৪টি।

নতুন অ্যডহক কমিটি গঠন হয়েছে-অ্যাথলেটিকস, ভারোত্তোলন, দাবা, টেনিস, হকি, কাবাডি, স্কোয়াশ, বাস্কেটবল, ভলিবল, সাঁতার, কারাতে, উশু, টেবিল টেনিস, শরীরগঠন, ফেন্সিং, ব্রিজ, ব্লিয়ার্ড অ্যান্ড স্নুকার, আরচারি, কুস্তি, খোখো, বক্সিং, বেসবল-সফটবল, হ্যান্ডবল, জুডো, সাইক্লিং, রাগবি, ব্যাডমিন্টন ও তায়কোয়ানদো।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।