জয়ের জন্য ভারতের লক্ষ্য ৩৮৪


প্রকাশিত: ০৩:২২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

বাঁচা মরার লড়াইয়ের মাঝখানে ভারত। সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই তাদের সামনে। এমন এক কঠিন সমীকরণকে সামনে রেখে ৩৮৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করছে ভারত।
 
এর আগে পঞ্চম দিনে ব্যাটিং করতে নেমে ৩১৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। শন মার্শ ৯৯ রানে আউট হন। ২টি করে উইকেট পেয়েছেন যাদব, ইশান্ত,অশ্বিন ও সামি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে শুরুতেই বিপদে পরেছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩ রান। বিরাট কোহেলি ৭, রাহানে ৪ রান নিয়ে ব্যাটিং করছে।

উল্লেখ্য ৪ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।