পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা
আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোনো চমক না থাকেলেও দলে জায়গা হয়নি ফাওয়াদ আলম ও উমর গুলের।
পেসার উমর গুল ও ফাওয়াদ আলম বাদ গেলে দলে ফিরেছেন পেসার সোহাইল খান। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১১ সালে আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন তিনি। সম্প্রতি লিস্ট ‘এ’র ম্যাচে দারুণ পারফর্ম করেছেন তিনি। কায়দে-আজম গোল্ড লিগে সর্বোচ্চ উইকেট নিয়েছেন সোহাইল। ১১টি ম্যাচ খেলে পেয়েছেন ৬৪টি উইকেট।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। এ জন্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তাকে রেখেছেন নির্বাচকরা। তবে বাদ পড়েছেন শোয়েব মালিক, আনোয়ার আলী, আসাদ শফিক, নাসির জামশেদ, সোহেল তানভীর ও জুলফিকার বাবর।
পাকিস্তান দল
আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হ্যারিস সোহাইল, মিসবাহ উল হক, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, এহসান আদিল, সোহাইল খান ও ওয়াহাব রিয়াজ।