গেইলের কাছে হারল সাউথ আফ্রিকা


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১০ জানুয়ারি ২০১৫

গেইলের ব্যাটিং তাণ্ডবে  তিন ম্যাচ সিরিজের প্রথম টি ২০তে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪৪ বল খেলে গেইল করে ৭৭ রান। মাত্র ১৭ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করে  ক্রিকেটের এই দানব।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ২০ ওভারে চার উইকেট খুইয়ে ১৬৫ রান সংগ্রহ  করে। আফ্রিকার সর্বোচ্চ রান করেন রিলি রস্কো রুশো। এই বাঁ হাতি ব্যাটার করেন ৫১ রান। এ ছাড়া ডু প্লেসিস করেন ৩৮ রান,মিলার করেন ২৪ রান এফ বিহার্ডিন করেন ১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশী ২টি উইকেট নেন এসএস কোটরেল। এছাড়া জেও হোল্ডার ও এডি  রাসেল একটি করে উইকেট নেন।

জবাবে চার বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন স্যামুয়েলস। এ ছাড়া ড্যারেন স্মিথ করেন ২০ রান। আফ্রিকার পক্ষে সবেচেয়ে বেশি ৩ উইকেট নেন ইমরান তাহির। এছাড়া পারনেল নেন ২টি উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।