রোনালদোর পছন্দ রামোস, মেসির ডি মারিয়া
ব্যালন ডি’অর নির্ধারিত হয় ফিফার সদস্য প্রত্যেকটি দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক,কোচ এবং একজন করে নির্বাচিত সাংবাদিকের ভোটে। অধিকাংশ অধিনায়ক নিজের খেলা ক্লাব কিংবা দেশের তারকাদেরই সেরা তিন হিসেবে বেছে নিয়েছেন। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ব্যতিক্রম ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসি।
রোনালদো: পর্তুগালের অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম পছন্দ ছিল ক্লাব সতীর্থ সার্জিও রামোস। পর্তুগিজ তারকার দ্বিতীয় সেরা গ্যারেথ বেল আর তৃতীয় করিম বেনজেমা।
মেসি: সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে রোনালদোর মতো মেসিও তার সতীর্থদেরই বেছে নিয়েছেন। বার্সেলোনার আর্জেন্টাইন তারকার প্রথম পছন্দ অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির দ্বিতীয় সেরা বার্সার স্প্যানিশ সেনসেশন আন্দ্রেস ইনিয়েস্তা। আর তৃতীয় পছন্দ হাভিয়ের মাসচেরানো।
রুনি: ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনির পছন্দ রোনালদো। দ্বিতীয় পছন্দ টনি ক্রুস। আর তৃতীয় সেরা ওয়েলশ তারকা গ্যারেথ বেল।
শোয়েনস্টেইগার: জার্মানি অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টেইগার নিজের দেশের বাইরে যাননি। বায়ার্ন মিউনিখ তারকার প্রথম পছন্দ ম্যানুয়েল নয়্যার। দ্বিতীয় ফিলিপ লাম,আর তৃতীয় থমাস মুলার।
রবিন ভন পার্সি: নেদারল্যান্ডস অধিনায়ক রবিন ভন পার্সির প্রথম পছন্দ আরিয়েন রোবেন। এর পরের দুটি স্থানে ম্যানুয়ের নয়্যার ও ইব্রাহিমোভিচ।
ডিয়াগো গডিন: উরুগুয়ে অধিনায়ক ডিয়াগো গডিনের বিচারে সবার সেরা ডিয়াগো কস্তা। দ্বিতীয় সেরা কুর্তোয়া এবং তৃতীয় পছন্দ আরিয়েন রোবেন।